নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- দিল্লি বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাস আনন্দে মেতে উঠল বালুরঘাটের বিজেপি কর্মীরা। এদিন দিল্লি বিধানসভার ফল ঘোষণার পর বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে গেরুয়া আবির মেখে লাড্ডু বিতরণ করে ফটকা ফাটিয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপি কার্যালয় থেকে বালুরঘাট থানা মোড় পর্যন্ত শোভাযাত্রা করেন বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং সাধারণ কর্মীরা।
দিল্লি বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ে বিজেপি কার্যালয় থেকে বালুরঘাট থানা মোড় পর্যন্ত শোভাযাত্রা করেন বিজেপি কর্মীরা।

Leave a Reply