পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ শাসকদলের পঞ্চায়েত সদস্য, চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা, মালদা,, ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্যসভায় পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই বাজেটে সেরকম কিছু রাজ্যবাসী জন্য চমক না থাকলেও সরকারি কর্মচারীদের বাড়তি ৪ শতাংশ হারে মহার্ঘভাতা, ঘাটাল মাস্টার প্ল্যান এবং পথশ্রী প্রকল্পের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। আর এই পথশ্রী প্রকল্পের রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ শাসকদলের পঞ্চায়েত সদস্য। এই সুযোগে শাসক দলকে কোটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। একযোগে শাসক দলকে আক্রমণ বিরোধীদের। সাফাই তৃণমূলের। পথশ্রী প্রকল্পে কাজের মান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। মালদহের রতুয়া ১ ব্লকের ফুলহর নদীর রিং বাঁধে বাহারাল থেকে কাহালা আশুটোলা পর্যন্ত পথশ্রী প্রকল্পের ৬.৮৩ কিমি ঢালাই রাস্তার কাজ শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে। এই কাজে বরাদ পাই রায়গঞ্জের একটা বেসরকারি ঠিকাদার সংস্থা। কাজের জন্য অর্থ বরাদ্দ হই ২ কোটি ৭৭ লক্ষ ৩৩ হাজার ৭৮৭ টাকা। প্রথমে কাজ শুরু হয়েছিল পুরো দমে। এরপর কাজ থমকে যায়। কিছুটা কাজ হলেও অতি নিম্নমানের বলে অভিযোগ। শিডিউল মোতাবেক কোন কাজ করা হয়নি। ঠিকাদার সংস্থা নিজের খেয়াল খুশি মতো কাজ করেছে। কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী থেকে শুরু করে শাসকদলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। শাসক দলের পঞ্চায়েত সদস্য দুর্নীতির অভিযোগ তুলতেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *