সাড়ে তিনশ বছরের জমিদার আমলের মন্দির ভগ্নপ্রায় অবস্থায়।।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ সাড়ে তিনশ বছর আগে পুরানো ঐতিহাসিক রাধামাধবজীউ মন্দির স্থাপিত হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাংলই গ্রামে। সেই সময়কার দিনে জমিদার আমলে চুনসুড়কি দিয়ে তৈরি করা হয়েছিল এই মন্দির, যে মন্দিরে রাধামাধবজীউ রুপে শালগ্রাম শীলা পূজিত হন। রাধামাধবজীউর দুই দিকে রয়েছেন শিবমন্দির। তাঁর থেকে কিছুটা দূরে রাসমন্দির থাকলেও সব মন্দিরগুলোই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, আগাছায় ভরে উঠেছে মন্দির ।একসময় ধুমধাম করে রাস মেলাও হোতো এইস্থানে। রাধামাধবজীউ পালকিতে করে রাসমন্দির পর্যন্ত যেতেন, কিন্তু পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে সব কিছু যেন নিস্তেজ হয়ে পড়েছে। রাসমন্দিরের ভেতর দিয়ে ওপরে ওপার গোপন সিঁড়ি রয়েছে, এমনকি ওই মন্দিরের পাশে একসময় এক সুড়ঙ্গ ছিল বলে জানা যায়। যদিও এখন তাঁর চিহ্নটুকু নেই। খসে পড়ছে চাঙড়, ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রাধামাধবের মন্দির। মন্দিরের গায়ে টেরাকোটার বিভিন্ন কাজ আজও দেখা যায়, কোথাও ভেঙে পড়েছে মন্দিরের গায়ে ফুটে ওঠা বিভিন্ন মূর্তি।
তবে এই ঐতিহাসিক মন্দির সংস্কারের জন্য এনজিও কে দায়িত্ব দেওয়া হলেও, চুনসুড়কির অভাবের ফলে একই অবস্থায় পড়ে রয়েছে মন্দির, তবে এই মন্দিরের অন্দরেই নিত্য পূজিত হন রাধামাধব জীউ। বিশাল জায়গা জুড়ে লাল মোরাম রাস্তার পাশে রয়েছে সেই মন্দির। যেখানে একসময় রাসমেলার পাশাপাশি পূজো অনুষ্ঠান হোতো জাঁকজমক ভাবে, যা সবকিছু এখন শুধুই অতীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *