নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বসন্তের রঙে রঙিন সাজে বসন্ত উৎসব পালিত হল ফালাকাটা ব্লকের ডালিমপুর এস পি প্রাথমিক স্কুলে। বৃহস্পতিবার স্কুল ইউনিফর্ম নয়, বসন্তের সাজে খুদে পড়ুয়ারা মেতে উঠল ‘ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল’ সংগীতের তালে। রবীন্দ্র সংগীত গানের তালে বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করল খুদে স্কুলের পড়ুয়ারা। বসন্ত উৎসব উপলক্ষে, এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রায় পড়ুয়ারদের পাশাপাশি অভিভাবকরাও অংশনেন। এদিন বসন্তের রঙে সাজিয়ে তোলা হয় স্কুলের মঞ্চ। সেখানেই নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পড়ুয়ারা। বসন্ত উৎসব উপলক্ষে এদিন ওই প্রাথমিক স্কুলের মধ্যেই একে অপরের সাথে আবির খেলায় মেতে ওঠে খুদে পড়ুয়ারা।
বসন্তের রঙে রঙিন সাজে বসন্ত উৎসব পালিত হল ফালাকাটা ব্লকের ডালিমপুর এস পি প্রাথমিক স্কুলে।।

Leave a Reply