নিজস্ব সংবাদদাতা, মালদা—আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তর বাড়িতে চরাও গ্রামবাসীরা। ধর্ষণের চেষ্টার অভিযোগ এলাকায় তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে।মালদার ইংরেজ বাজার থানার এলাকার ঘটনা। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। এলাকায় উত্তেজনা।
কোনভাবেই তৃণমূল এদের প্রশ্রয় দেবে না দাবি তৃণমূলের। তীব্র কটাক্ষ বিজেপির।এলাকা থেকে নির্বাচিত সদস্য। অভিযোগ তার ছেলে । আবার ১০০ দিনের কাজের সুপারভাইজার। সম্প্রতি আবাস যোজনা যে ঘর দেওয়া শুরু হয়েছে সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে। বাড়িতে ঢুকেই এক নাবালিকার কে ধর্ষণের চেষ্টা করে। ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে।। তড়িঘড়ি অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলে নির্দোষ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবী জেলা তৃণমূল নেতৃত্বের। তীব্র কটাক্ষ বিজেপির। ঘটনার তদন্ত নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।
ঘর পাইয়ে দেওয়ার নাম করে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত, এলাকায় উত্তেজনা।

Leave a Reply