পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দোলের আগেই বসন্ত উৎসব। রবিবার বিকেল থেকেই ঐতিহাসিক পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে প্রায় পাঁচ শতাধিক খুদে নৃত্য শিল্পীদের নিয়ে বিশেষ এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। তমলুক জার্নালিস্ট রিক্রেশন ক্লাবের এর উদ্যোগে ১৩ তম এই আগাম বসন্ত উৎসবের উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদল এর বিধায়ক তিলক চক্রবর্তী, তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারপারসন লীনা মাভোই রায়, সমাজসেবী চিত্ত মাইতি, অসিত বন্দ্যোপাধ্যায় প্রমূখ। রবিবার দুপুরে তমলুক শহরে নৃত্যের মাধ্যমে এক বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর মূল মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ শতাধিক নৃত্য শিল্পীরা অংশ গ্রহণ করেন। এদিন আবৃত্তি পাঠ করেন বিশিষ্ট কবি দেবব্রত দত্ত। অনুষ্ঠান দেখতে ফির করেন ৮ থেকে ৮০ আপামর তমলুক শহরবাসী।
দোলের আগেই তাম্রলিপ্ত শহরে বসন্ত উৎসব।।

Leave a Reply