দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিবিধের মাঝে ঐক্যের বার্তা নিয়ে আজ ১১ই মার্চ মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি চক্রের তিওড় নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পরিচালনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বসন্ত উৎসব উদযাপন করা হলো। আজ বসন্ত উৎসব উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ সরকার স্বাগত ভাষণে অনুষ্ঠানে উপস্থিত সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে। পাশাপাশি বিদ্যালয়ের সহ-শিক্ষিকা সুতপা বাগচী আবৃত্তি পরিবেশন করেন।
বাইট :- তিওড় নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ সরকার।
Leave a Reply