নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হোলিতে একে অপরকে রাঙিয়ে দেওয়ার মূল অস্ত্র হল পিচকারী।। বাজারে এবারে এসেছে হাতুড়ি, ত্রিশূল এবং ক্রিকেট ব্যাট পিচকারী। আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া সহ বিভিন্ন এলাকার রঙের বাজারে দেখা মিলছে এই পিচকারীর। ১৭০ থেকে ২৪০ টাকায় মিলছে এই পিচকারী গুলি। ছোটদের মুল আকর্ষণ এই পিচকারীগুলি। ব্যবসায়ীরা জানিয়েছেন, “এবারে নতুনত্ব এগুলি। এই পিচকারী প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। হাতুড়ি পিচকারীর বিক্রি সব চাইতে বেশি।”
আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া সহ বিভিন্ন এলাকার রঙের বাজারে দেখা মিলছে রকমারি পিচকারীর।

Leave a Reply