নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৩ মার্চ: সরকারি কিষাণ মান্ডি যেন নেশার আখড়া হয়ে দাঁড়িয়েছে। বালুরঘাট কিষাণ মান্ডি সহ দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি কিষাণ মান্ডির অবস্থা বর্তমানে একি। কিষাণ মান্ডিতে যেখানে সেখানে পড়ে রয়েছে মদের বোতল ও নেশার অন্যান্য সামগ্রী। দিনের বেলা সরকারি কর্মীরা কিষাণ মান্ডি মধ্যে থাকলেও রাতের বেলা কেউ না। সেই সুযোগ এই দুষ্কৃতীরা নেশার আখড়ায় পরিণত করে নেয়। ইনি সরব হয়েছেন সাধারণ মানুষ। এমনকি এনে সরব হয়েছেন বিরোধীরা। বালুরঘাটে কিষাণ ম্যান্ডিতে একাধিক মদের বোতল পাওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন।
দিনের বেলা সরকারি কর্মীরা কিষাণ মান্ডি মধ্যে থাকলেও রাতের বেলা কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা নেশার আখড়ায় পরিণত করেছে।

Leave a Reply