নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিবচতুর্দশী উপলক্ষে ফালাকাটা জটেশ্বরে বসেছে মেলা। ১৫ দিন ধরে চলা এই মেলার বৃহস্পতিবার শেষ দিন।মেলার শেষদিনে জটেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে মেলা ঘুরে দেখলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। এদিন সভাধিপতি জানান, দীর্ঘদিনের ইচ্ছে আজ পূরণ হলো।যদিও সূচনালগ্নে আমন্ত্রণ পেলেও আসতে পারেননি তিনি।শেষদিনে এসে পুজো দেন এবং মেলা ঘুরে দেখবেন বলে জানান তিনি।
ফালাকাটা জটেশ্বরে বসেছে মেলা শিবচতুর্দশী উপলক্ষে।

Leave a Reply