দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সমারোহ পালিত হলো বসন্ত উৎসব। বালুরঘাট থানা অযোধ্যা কেডি বিদ্যানিকেতনে। দক্ষিণ দিনাজপুর জেলা ব্যাপী পালিত হল বসন্ত উৎসব,সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অযোধ্যা বিদ্যানিকেতনে ছাত্র-ছাত্রীরা সহ শিক্ষক-শিক্ষিকা সকলে মিলে পালন করলো বসন্ত উৎসব। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা মিলে বের করে বিশাল শোভাযাত্রা নাচ গানের মধ্য দিয়ে। গোটা শহর ব্যাপী পরিক্রমা করে। স্কুল সূত্রে জানাযায় প্রতিবছর এই দ্রুত দোল পূর্ণিমার দিনে স্কুলে এইভাবে দোল পূর্ণিমা পালন করা হয় সেই মত এ বছরে উ পালিত হল দোল উৎসব। শোভাযাত্রার মধ্যে পথ চলতি মানুষকে আবে এই মাখিয়ে তারা দোল উৎসব পালন করে।
বালুরঘাট থানা অযোধ্যা কেডি বিদ্যানিকেতনের স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা মিলে বসন্ত উৎসব উপলক্ষে বের করে বিশাল শোভাযাত্রা নাচ গানের মধ্য দিয়ে।

Leave a Reply