প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – চার বছরের শিশুর দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে
ডোমজুড়ের শলপ এলাকায়। এক শিশুর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বছর চারেকের ওই শিশুর নাম শেখ আয়ুস। সকাল সাড়ে নটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ি থেকে ২০০ মিটার দূরে ঝোপের মধ্যে তাকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। মুখে আঘাতের চিন্হ রয়েছে। শ্বাস রোধ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ।ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠাতে গেলে পুলিশের সঙ্গে বাক বিতান্ডা বেঁধে যায় পরিবারের লোকেদের সঙ্গে । ঘটনাস্থলে পুলিশ কুকুর দিয়ে এলাকা তল্লাশি চালানো হয়েছে, এছাড়াও ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করছে ডোমজুড় থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ। যা থেকে পুলিশ তদন্তে বড়সড় সফলতা পাবে বলে মনে করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনা খবর পাওয়ার পরেই পরিবারের লোকের সঙ্গে দেখা করেন হাওড়া তৃণমূল ডোমজুড়ের বিধায়ক তথা জেলা সভাপতি কল্যাণ ঘোষ। তিনি পরিবারের লোককে সমস্ত রকম সাহায্যে আশ্বাস দেন । তবে প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে পুরনো শত্রুতার কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত শিশু পুত্রকে দেখতে এলাকায় লোক ভিড় জমায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখতে ডোমজুড় থানার পুলিশ।
এক শিশুর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

Leave a Reply