গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি,চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি ) এবং নারী মুক্তি মহিলা সমিতির যৌথ উদ্যোগে পালিত হল সুরক্ষিত মাতৃত্ব দিবস।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – গর্ভবতী মায়েদের নিয়ে সচেতনাতামূলক আলোচনার মধ্যে দিয়ে গঙ্গারামপুরে পালিত হল সুরক্ষিত মাতৃত্ব দিবস। শুক্রবার গঙ্গারামপুরের নারী মুক্তি মহিলা সমিতির সভাকক্ষে গঙ্গারামপুর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতি,চাইল্ড ইন নিড ইনস্টিটিউট (সিনি ) এবং নারী মুক্তি মহিলা সমিতির যৌথ উদ্যোগে দিনটি পালন করা হলো।এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল,মেডিকেল অফিসার ডাক্তার মহম্মদ এহাতাশামুদ্দিন,সুসংহত শিশু বিকাশ প্রকল্পের কর্মকর্তা পল্লব চক্রবর্তী,নারী মুক্তি মহিলা সমিতির সম্পাদক কাঞ্চন বসাক,চিফ কো অডিনেটর প্রণব কুমার বসাক প্রমুখ। এদিন প্রায় ৫০ জন গর্ভবতী মহিলাদের হাতে পুষ্ঠিকর খাবার ও বস্ত্র তুলে দেন বিডিও অর্পিতা ঘোষাল। সেইসঙ্গে গর্ভবতী অবস্থায় মায়েদের কি কি করা উচিৎ, কোন ধরণের খাবার খাওয়া উচিত সেইসঙ্গে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়।
পাশাপশি ভালো কাজের জন্য এবং নিরলস পরিশ্রমের জন্য নার্স রোজ মেরী ,১০২ ত্র্যাম্বুলেন্স চালক,জয়নাল আবেদীন,আশাকর্মী রীতা মালো,আয়া গীতা রায়দের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *