পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ধান,বাদাম,সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মাড়িয়ে নষ্ট করল হাতির দল।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া,কামারখালি,গড়গড়ি সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।কৃষকদের দাবি গতকাল রাতের বেলা বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোনার হুড়হুড়িয়া ও কামারখারি জঙ্গলে প্রবেশ করেছে ৪০-৫০ টি হাতির একটি দল।আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের ধান,বাদাম তিল চাষে ব্যাপক ক্ষতি করেছে,ফলে দুঃশ্চিন্তায় রয়েছে ওই সমস্ত এলাকার কৃষকেরা। কৃষকদের দাবি,হাতির পাল তাদের এলাকার জঙ্গলেই রয়েছে,বিকেলের দিকে আবার হাতি মাঠে নেমে আবার ক্ষতি করবে।এলাকার কৃষকেরা চাইছে হাতিকে বনদফতর অন্যত্রে নিয়ে যাক।শীতের মরসুমে চন্দ্রকোনার এই সমস্ত জঙ্গলে হাতির আনাগোনা থাকে।এলাকাবাসীর কথায়,এই সময়ে হাতি আগে কখনও আসেনি।রাতে হঠাৎ এলাকায় হাতির পাল ঢুকে পড়ায় হুলুস্থুল পড়ে যায় এলাকা জুড়ে।এসময় গ্রামে গ্রামে গাজন চলছে,গ্রামের রাতে মানুষের যাতায়াত এখন জঙ্গল লাগোয়া রাস্তা দিয়েই,যার জেরে যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।বন দপ্তর দ্রুত হাতির পালকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক।যে এলাকা দিয়ে হাতির পাল গিয়েছে সেইসমস্ত এলাকার ফসল মাড়িয়ে নষ্ট করেছে।সকালে হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা।চাষের ক্ষয়ক্ষতির বিষয়টি তিনিও স্বীকার করেন এবং বন দপ্তরে লিখিত আবেদন করে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলে কৃষকদের আশ্বস্ত করেন।পাশাপাশি হাতির পালকে এলাকা থেকে যাতে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্যও বন দপ্তরের সাথে কথা বলবেন বলে জানান গ্রাম পঞ্চায়েত উপপ্রধান।
রাতে হঠাৎ এলাকায় হাতির পাল ঢুকে পড়ায় হুলুস্থুল পড়ে যায় এলাকা জুড়ে।

Leave a Reply