নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বাংলার হাল ফেরাতে মুখ্যমন্ত্রীর ছবি ঘটে লাগিয়ে নৈহাটিতে গংগায় বিসর্জন দিয়ে নতুন ঘটে জল ভরে নৈহাটির বড়ো-মা কে পুজো দিলেন বিজেপির রাজ্য মহিলা সভাপতি ফাল্গুনী পাত্র। আজ নববর্ষের দিনে এমন ঘটনায় রাজনৈতিক চর্চা শুরু হয়েগেছে।ফাল্গুনী পাত্র বলেন বাংলার নিদারুন অবস্থা থেকে মানুষ কে মুক্তি দিতেই তাদের এই প্রয়াস।তবে নৈহাটির বিধায়ক সনত দে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মা-দুর্গা।তাই মা-দুর্গার কখনো বিসর্জন হয় না।ফাল্গুনী পাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রনাম করেছেন।বিজেপির হাল এমনিতেই খারাপ।
মুখ্যমন্ত্রীর ছবি ঘটে লাগিয়ে নৈহাটিতে গঙ্গায় বিসর্জন।

Leave a Reply