বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বীরভূমের মল্লারপুর থানায় লিখিত জমা দেওয়া হল। কারনটা কি? না, কারনটা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ওয়াকফ বিলের প্রতিবাদে নেমে হিন্দু ঘর বাড়ি ও দোকানে ভাঙচুর চালাচ্ছে বেশ কিছু দূষিতরা আর সেই দুষ্কৃতীদের হাতে থেকে হিন্দুদের মুক্ত করতে এবার মল্লারপুর থানায় হাজির হলো বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে বীরভূমের মল্লারপুর থানায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে একটি লিখিত ভাবে জমা দেওয়া হয়, মূলত ওয়াকফ মিছিল বা মিটিং যায় হোক না কেন, তাতে যেত হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর কোনরকম অত্যাচার না হয় ঠিক সেই বিষয়ের উপর একটি লিখিতভাবে মল্লারপুর থানায় জমা করলো বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। বৃহস্পতিবার বীরভূমের মল্লারপুর থানার বিশ্ব হিন্দু পরিষদের সদস্য একটি লিখিতভাবে জমা করলো বলে জানা যায়।
বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বীরভূমের মল্লারপুর থানায় লিখিত জমা দেওয়া হল।

Leave a Reply