নিজস্ব সংবাদদাতা, মালদা—এক আদিবাসী মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সোমবার তীব্র চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গোবিনপুর এলাকায়। ঘটনায় অতরিক্তি চোলাই খেয়ে মৃত্যুর অনুমান করলেন মৃতার পরিবারবর্গ। যদিও মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাই ধোঁয়াশা কাটাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল মালদা থানার পুলিশ। জানা গেছে, মৃত মহিলার নাম পাকলু হেমব্রম। বয়স ৩৭ বছর। স্বামীর নাম চন্দ্রা কিন্তু। তাদের এক ছেলে, এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে। ছেলে বর্তমানে ভিনরাজ্যে কর্মরত। রবিবার রাতে চন্দ্রা কিন্তু বাড়িতে ছিলেন না। তিনি নারায়ণপুর খেড়িবাড়ি এলাকার এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। তাই তার স্ত্রী পাকলু হেমব্রম একাই বাড়িতে ছিলেন। কিন্তু সোমবার সকালে তিনি খবর পান স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘরের মধ্যে মৃতদেহ পড়ে রয়েছে। এই খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ বাড়িতে ছুটে যান। এরমধ্যে খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। মৃতার স্বামী দাবী করেন, তার স্ত্রীর কীভাবে মৃত্যু হয়েছে তা বলতে’ পারছেন না। তবে তার স্ত্রী প্রতিদিন অত্যধিক পরিমাণে চোলাই পান করত। সম্ভবত চোলাই পানের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কী কারণে এই মৃত্যু তা জানতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং গোটা ঘটনা খাতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ।
আদিবাসী মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সোমবার তীব্র চাঞ্চল্য ছড়াল, অতরিক্তি চোলাই খেয়ে মৃত্যুর অনুমান করলেন মৃতার পরিবারবর্গ।

Leave a Reply