নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার সাতসকালে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে দলমুনি ডিভিশনে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি চিতাবাঘ। বেশ কিছুদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা। তাতেই আতঙ্কিত হয়ে তাঁরা বনদপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানান। জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের তরফে সম্প্রতি ছাগলের টোপ দিয়ে ৭ও ৮ নম্বর সেকশনের মাঝামাঝি খাঁচা পাতা হয়। তাতেই এদিন ধরা পড়ে চিতাবাঘটি। ঘটনার খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে।
কিছুদিন ধরেই চা বাগানে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন চা শ্রমিকরা, অবশেষে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল।

Leave a Reply