দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২০শে এপ্রিল রবিবার সারাদিনব্যাপী বালুরঘাট টাউন ক্লাবের নিজস্ব ইনডোরে নর্থ বেঙ্গল স্বামী বিবেকানন্দ তাইকোন্ডো অ্যাসোসিয়েশন – এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় নর্থ জোন তাইকোন্ডো কাপ – ২০২৫ অনুষ্ঠিত হলো। নর্থ জোন তাইকোন্ডো কাপ – ২০২৫ এর শুভ উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর সর্বশিক্ষা অভিযানের জেলা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন। এবারের এই নর্থ জোন তাইকোন্ডো কাপ – ২০২৫ শে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পুরুষ ও মহিলা মিলে মোট ১৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পুরুষদের ছয়টি ও মহিলাদের ছয়টি আলাদা আলাদা বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগ থেকে প্রথম চার জন সেরা প্রতিযোগী আগামী ৪ই মে থেকে ৬ই মে কোলকাতার বিশ্ববাংলায় রাজ্যস্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এমনটাই জানালেন নর্থ বেঙ্গল স্বামী বিবেকানন্দ তাইকোন্ডো অ্যাসোসিয়েশন – এর সাধারণ সম্পাদক তথা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রথম এশিয়ান গেমস সিলেকশন ট্রায়াল – এ অংশগ্রহণকারী মাস্টার তনু দাস।
তাইকোন্ডো কাপ – ২০২৫ শে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পুরুষ ও মহিলা মিলে মোট ১৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

Leave a Reply