দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট বিএড কলেজের অধ্যাপক হিমাংশু কুমার সরকারের লেখা “আত্রাই নদীর ইতিকথা” বইয়ের উদ্বোধন হলো সোমবার দুপুরে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব কুমার ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সভাপতি নবকুমার দাস ও এলাকার বিশিষ্টজনেরা।
এই বইটিতে আত্রাই নদীর প্রাচীন ইতিহাস তুলে ধরা হয়েছে। নদীর জন্ম থেকে শুরু করে গুপ্ত ও পাল যুগে তার ভূমিকাকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন লেখক। শুধু প্রাচীন ইতিহাস নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামেও আত্রাই নদীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, সে বিষয়েও বিস্তারিত আলোচনা রয়েছে গ্রন্থটিতে। ইতিহাসপ্রেমীদের জন্য এই বই গুরুত্বপূর্ণ একটি সংযোজন বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় ইতিহাসকে কেন্দ্র করে এমন গবেষণামূলক কাজ আগামী প্রজন্মের কাছে অতীতকে তুলে ধরার জন্য অত্যন্ত জরুরি। বইটি আগামীদিনে গবেষকদের কাজে লাগবে বলেই আশা করা হচ্ছে।
আত্রাই নদীর ইতিহাস নিয়ে বই প্রকাশ বালুরঘাটে, উদ্বোধনে উপাচার্য।।।

Leave a Reply