ফোনে প্রাণ-নাশের হুমকি সাংবাদিককে! নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ টুডে প্রধান সম্পাদক ও ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সহ সভাপতি স্বপন কারিকর সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন। তিনি জানিয়েছেন, গত তিন দিন ধরে একাধিক অজানা নম্বর থেকে ফোন ও মেসেজের মাধ্যমে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এসব বার্তায় শুধু তাঁকে সংবাদ প্রকাশ না করতে বলা হয়েছে তাই নয়, বরং প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বপনবাবুর দাবি, তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঘটনার সত্যতা তুলে ধরেন। তাঁর মতে, এই কারণে কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ভয় দেখানোর চেষ্টা করছে। হুমকির পরিপ্রেক্ষিতে তিনি চরম আতঙ্কে রয়েছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

এই পরিস্থিতিতে তিনি জেলার পুলিশ সুপারের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। তাঁর অনুরোধ, অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং পাশাপাশি তাঁর নিরাপত্তার দিকটিও নিশ্চিত করা হোক।
জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বলেন, বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।
পাশাপাশি স্বনামধন্য আইনজীবী মোঃ উবাইদুল্লাহ স্বপন কারিগরের নিরাপত্তার দাবি জানিয়েছে। এই ঘটনায় সাংবাদিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই দাবি করছেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করাটা সময়ের দাবি। প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *