SSC-র বিক্ষোভের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় থাকলে একমিনিটের মধ্যে সমাধান করে দিতাম।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সসংবাদদাতাঃ- “নিশ্চিন্তে স্কুলে যান, যোগ্য-অযোগ্যর লিস্ট নিয়ে ভাবতে হবে না”- মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কলেজিয়েট ময়দানের সভা থেকে ‘যোগ্য’ চাকরিহারাদের ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উস্কানিতে পা না দেওয়ার পরামর্শও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে ফের জানান, গ্রুপ সি-গ্রুফ ডি-র চাকরিহারাদের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এই দিন সভা মঞ্চ থেকে SSC-র বিক্ষোভের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় থাকলে একমিনিটের মধ্যে সমাধান করে দিতাম। তাঁর কথায়, “আমি গতকাল সন্ধে থেকে ১০ বার কমপক্ষে ফোনে কথা বলেছি। কলকাতায় থাকলে এক মিনিটে মিটিয়ে নিতে পারতাম। রাত ১২টা পর্যন্ত কথা বলেছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড, আনটেন্ডেড তালিকা বের করতে হবে! আরে আপনার কী যা আসে! কেন অন্যদের কথায় পা দিচ্ছেন! ওটা দেখার জন্য রাজ্য সরকার, আদালত আছে। প্রমাণ নেব, আদালত কী বলেছে দেখব।”
এর পরেই আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনার তালিকার তো দরকার নেই! আপনি চাকরি করেন, চাকরিটা আছে কি না, ঠিক মতো বেতন পাচ্ছেন কি না, সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই। আমাদের উপর ছেড়ে দিন।”
এই প্রসঙ্গে বিজেপিশাসিত রাজ্যের প্রসঙ্গে তুলে মমতা বলেন, “মনে রাখবেন, উত্তরপ্রদেশে বিজেপি-র সরকারে ৬৯ হাজার লোকের চাকরি গিয়েছিল। কেউ ফিরে পায়নি। আমি বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই আপনাদের হয়ে কোর্টে গিয়ে লড়াই করেছি। ত্রিপুরায় ১০ হাজার লোকের চাকরি যায়। বিজেপি বলেছিল ফিরিয়ে দেব। সাত বছর হল ফেরায়নি। আমরা কিন্তু তেমন নই”। অন্যদিকে গ্রপ সি-গ্রুপ ডি-র চাকরিহারাদের প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, আইনজীবীদের সঙ্গে এবিষয়ে পরামর্শ করছে রাজ্য। আইন ও আদালতের নির্দেশ মেনে তাঁদের জন্য উপযুক্ত বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এই দিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। সুত্রের খবর এদিন তিনি ১৫০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং সম্ভবত ৭০০ কোটি টাকার রাস্তাঘাট সেতু ও গোয়ালতোড়ে ২০০০ মেগাওয়াট এর সৌর বিদ্যুত প্রকল্পের উদ্বোধন করেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *