শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকাকে গনধর্ষন। গনধর্ষনে ঘটনাত তদন্তে নেমে গ্রেফতার ৩ যুবক! নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার কিরণচন্দ্র চা বাগানের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য! জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ির বাইরে ফোনে কথা বলছিল নির্যাতিতা নাবালিকা। অভিযোগ , ফোনে কথা বলার সময় পিছন থেকে মুখ চাপা দেয় ২ যুবক। নাবালিকাকে একপ্রকার অপহরণ করে চাবাগানে নিয়ে গেলে আরো এক যুবক যোগ দেয়। এরপর তিনজন মিলে একাধিকবার ধর্ষণ করে ওই নাবালিকাকে। মঙ্গলবার রাতে নকশালবাড়ি থানায় অভিযোগ জমা পড়তেই তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। ধর্ষণের ঘটনাস্থলে তদন্তে করে একাধিক প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। ধৃতরা হল সরোজ টপ্পো ,পঙ্কজ মাহতো ও রোশন কুমার মাহতো। সকলে কিরণ চন্দ্র চা বাগানের বাসিন্দা। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে মত এসডিপিও নকশালবাড়ি নেহা জৈনের।
গনধর্ষনের ঘটনার তদন্তে নেমে গ্রেফতার ৩ যুবক!

Leave a Reply