নিজস্ব সংবাদদাতা, মালদা:- চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো চোর।সেই চোরকে পোলে বেঁধে গণধোলাই দিলো উত্তেজিত গ্রামবাসীদের,এমনি ভিডিও ভাইরাল যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। যানা গিয়েছে ইংরেজবাজারের কাজীগ্রাম অঞ্চল এলাকায় এক প্লাস্টিক কুরোনোর নাম করে পিছন গেট দিয়ে বাড়িতে ঢুকে চুরির প্রস্তুতি নিতেই হাতেনাতে ধরা পরে চোর। পরে গ্রামবাসীরা ইলেকট্রিক পোলে বেঁধে গণদালায় দেয়। জানা যায় তার বাড়ি সুজাপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো চোর।

Leave a Reply