লক্ষাধিক মূল্যের সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিলো চোরের দল, ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা। নগদ টাকা সহ লক্ষাধিক মূল্যের সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিলো চোরের দল। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকায়।এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবার।

স্থানীয় সূত্রে খবর,গঙ্গারামপুর থানার দূর্গাপুর এলাকার বাসিন্দা অজিত নট্ট। নয়াবাজার শ্মশান এলাকায় রয়েছে তার একটি ভাতের হোটেল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান সেরে বাড়ি ফেরে অজিত নট্ট ও তার স্ত্রী। বাড়িতে এসে বাড়ির সদর দরজা ভেতর থেকে আটকানো দেখতে পায় তারা। এরপরেই প্রতিবেশীদের সহযোগিতায় বাড়িতে ঢুকতেই চুরির বিষয়টি নজরে আসে তাদের। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার পর খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায় পুলিশকে।রাতেই ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনায় নগদ টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। এমতো অবস্থায় আতঙ্কে রইছেন এলাকাবাসীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *