কালচিনি ব্লকের চুয়াপাড়া এলাকায় রাজী পারহা সারনা প্রার্থনা সভা পক্ষ থেকে সরহুল পুজো ও গণবিবাহ আয়োজিত হল।

নিজস্ব সংবাদদাতা, কালচিনি:- কালচিনি ব্লকের চুয়াপাড়া এলাকায় রাজী পারহা সারনা প্রার্থনা সভা পক্ষ থেকে সরহুল পুজো ও গণবিবাহ আয়োজিত হল। এদিনের গণবিবাহে কালচিনি ব্লক সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ২৩ জোড়া দম্পত্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে গুলশান মিঞ্জ জানান সম্পূর্ণ নিয়ম ও নিষ্ঠা সহকারে এই সরহুল পুজো ও গণবিবাহ আয়োজিত হয়। এবং সমাজে যারা পিছিয়ে পড়া যারা আর্থিক সমস্যা দরুন বিবাহ করতে পারেনা তাদের আমরা বিবাহ করাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *