নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- ব্যাঙ্কের আর্থিক প্রতারণার ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার মূল ৩ চক্রিদের গ্রেপ্তার করল জেলা পুলিশ। ধৃত রাকিবুল ইসলাম, মোক্তার ইসলাম এবং রত্না রায়কে বুধবার আদালতে তুলে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। ধৃত রাকিবুল এবং মোক্তার সম্পর্কে দুই ভাই। এই ঘটনায় জড়িত এই দুইজনের বাবা গোলাপ ইসলামের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অন্যদিকে আরেক ধৃত রত্না রায় রুপান্তরকামী।
ভুয়ো ফোনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে ব্যাঙ্ক একাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অনেক অভিযোগ জমা হয়েছিল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানায়। এর আগেও এনিয়ে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সেই সূত্র ধরে তদন্ত করছিল জেলা পুলিশের বিশেষ দল। অবশেষে পতিরাম থেকে মূল চক্রী রাকিবুল ও তার ভাই মোক্তার ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের বাবা গোলাপ পালিয়ে যেতে সক্ষম হয়। এই দুজনকে জেরা করে পুলিশ গঙ্গারামপুরের বাসিন্দা রুপান্তরকামী রত্না রায়কেও গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে ১ টি ল্যাপটপ, ২২ টি মোবাইল, ১টি পাসপোর্ট, ৯০ টি সিম কার্ড, ১৯ টি ডেবিট কার্ড ৮ টি প্যান কার্ড এবং ৪ টি ব্যাঙ্কের পাসবই উদ্ধার করেছে পুলিশ।
প্রতারণার ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার মূল ৩ চক্রিদের গ্রেপ্তার করল জেলা পুলিশ।

Leave a Reply