নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিকের ফলাফল। সেখানে নজরকাড়া ফল করল জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের তিথি বর্ধন। তার প্রাপ্ত নম্বর ৬৬৭। বাংলায় পেয়েছে- ৯৮, ইংরেজি- ৯২, অংক- ৯৪, ভৌত বিজ্ঞান- ৯৯, জীবন বিজ্ঞান- ৯০, ইতিহাস- ৯৬, ভূগোল-৯৮। প্রত্যাশা ছিল ভালো ফলাফলের। ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তিথির বাড়ি জটেশ্বর দেশবন্ধু পাড়া এলাকায়।বাবা তরুণ বর্ধন ব্যবসায়ী এবং মা মিঠু বর্ধন গৃহবধূ। বাবা-মায়ের ছোট সন্তান তিথি। পড়াশুনার পাশাপাশি ভালোবাসে গান শুনতে। স্কুল ছাড়াও ৪ জন গৃহশিক্ষকের কাছে সে পড়েছে। এদিন মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতেই উচ্ছ্বসিত গোটা বর্ধন পরিবার।
জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী নজরকাড়া ফল করল, তার প্রাপ্ত নম্বর ৬৬৭।

Leave a Reply