নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা হাইস্কুলের জয়জয়কার।মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ অঞ্চ দে। ফালাকাটা হাইস্কুলের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৬৯০। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় সে। প্রতিদিন চার পাচ ঘন্টা পড়াশো না করেছে। পরিবারের একমাত্র ছেলে। এদিন তাঁর ষষ্ঠ হওয়ার খবর শুনেই আপ্লুত হয়ে পড়ে অঞ্চ ও পরিবারের সদস্যরা। তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরা।উল্লেখ্য, শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান এবার মোট পাশের হার প্রায় ৮৬.৫৬ শতাংশ।
মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ অঞ্চ দে।

Leave a Reply