মালদা, নিজস্ব সংবাদদাতা :- জেলা কংগ্রেসের আইএনটিইউসি-র মালদা জেলা সভাপিতর পদ থেকে সরানো হল লক্ষ্মী গুহকে। তার পরিবর্তে সভাপতি হলেন সন্দীপ সাহা।এদিকে জেলা কংগ্রেস নেতৃত্ব এই রদবদলের এই সিদ্ধান্ত জানান দিতে না দিতেই প্রকাশ্যে এল আইএনটিউসির গোষ্ঠী কোন্দল মালদা শহরের রথবাড়িতে অবস্থিত আইএনটি ইউসির কার্যালয়কে ব্যক্তিগত সম্পত্তি বলে দাবী করে ওই অফিসে কাউকে ঢুকতে দেওয়া হবেনা বলে সাফ জানান দিলেন বিদায়ী সভাপতি লক্ষ্মী গুহ। যদিও দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খানের দাবী, রথবাড়ির ওই অফিস আইএনটি ইউসির নামে রয়েছে। কেউ ওই অফিসকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবী করলে তারা আইনের দ্বারস্থ হবেন।
সরানো হল লক্ষ্মী গুহকে, তার পরিবর্তে সভাপতি হলেন সন্দীপ সাহা।

Leave a Reply