নিজস্ব সংবাদদাতা, মালদা—–কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় দেশ-জুড়ে সীমান্তে বেড়েছে নিরাপত্তা। তৎপর রয়েছে সীমান্ত রক্ষা বাহিনী। বাড়ানো হয়েছে সেনার সংখ্যা। কিন্তু শুধু পাকিস্তান তো নয়। ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে বাংলাদেশের।বর্তমান বাংলাদেশে ক্রমশ বেড়েছে ভারতবিদ্বেষ।বর্তমান বাংলাদেশের পাক প্রীতিও বারবার সামনে এসেছে। তার মাঝেই মালদা জেলায় ১৮ কিলোমিটার অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে জেলাবাসীর মনে। ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে মালদায় ১৭২ কিলোমিটার। তার মধ্যে ৩২ কিলোমিটার নদীপথ। সেখানে ১৮ কিলোমিটার সীমান্তে নেই কোন কাঁটাতার। ওই অংশে জলপথ দিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটে। চলে গরু পাচার। এমন অভিযোগের আগে উঠেছে। কিন্তু বর্তমানে জেলার মানুষের আশংকা অরক্ষিত জায়গা দিয়ে বাংলাদেশের সহায়তায় পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন মালদা হয়ে ভারতে ঢুকে নাশকতা চালাতে পারে। সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বিএসএফ।জারি করা হয়েছে হাই এলার্ট। বেড়েছে নজরদারি।
পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন মালদা হয়ে ভারতে ঢুকে নাশকতা চালাতে পারে, সীমান্ত এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত বিএসএফ।

Leave a Reply