নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। জেলায় বাড়ছে খুন, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। এরই প্রতিবাদে এবারে আন্দোলনে নামলো ভারতের কমিউনিস্ট পার্টি রেড স্টার মালদা জেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে এই মর্মে মঙ্গলবার শহর জুড়ে মিছিল করে মালদা শহরের ফার্ম এলাকায় জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখানো হয়। পরে সংগঠনের কয়েকজন প্রতিনিধি গিয়ে পুলিশ সুপারের হাতে একটি ডেপুটেশন তুলে দেন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক চন্দ্র কৃষ্ণ দাস।
মালদা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, প্রতিবাদে এবারে আন্দোলনে নামলো ভারতের কমিউনিস্ট পার্টি রেড স্টার মালদা জেলা শাখা।

Leave a Reply