মালদা, নিজস্ব সংবাদদাতা:- মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিজস্ব উদ্যোগে জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে মোথাবাড়িতে ৭৪ জন হজযাত্রীকে সংবর্ধনা ও দোয়া মাহফিল সাবিনা ইয়াসমিনের।
বিডিও অফিস সংলগ্ন সুকান্ত ভবনে ৭৪ জন হজ যাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত এই
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন,মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা জেলা পরিষদের দুই কর্মদক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি, মোথাবাড়ির বিডিও ও ওসি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
মন্ত্রী সাবিনা ইয়াসমিন হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন তারা যেন মক্কায় গিয়ে ভারতবর্ষের জন্য শান্তি ফিরিয়ে আনতে দোয়া করেন।
মোথাবাড়িতে ৭৪ জন হজযাত্রীকে সংবর্ধনা ও দোয়া মাহফিল সাবিনা ইয়াসমিনের।

Leave a Reply