৭৭৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ছাত্রী সামসুন নেহার।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-কোথায় আছে যেমন,কর্ম তেমন ফল।পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয়,পরিশ্রমই হচ্ছে সাফল্যের একমাত্র চাবিকাঠি।৭৭৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ছাত্রী সামসুন নেহার।মালদার হরিশ্চন্দ্রপুর অ্যাকাডেমির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সামসুন কেঁদে ফেললেন এবছর মাধ্যমিক হাই মাদ্রাসা বোর্ডে ৮০০ নম্বরের মধ্যে ৭৭৬ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর চিলড্রেনস অ্যাকাডেমির ছাত্রী সামসুন। মঙ্গলবার অ্যাকাডেমির পক্ষ থেকে ওই কৃতি ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হল। তার হাতে তুলে দেওয়া হল একটি অভিনন্দন স্বারক, কিছু উপহার ও অ্যাকাডেমির নিজস্ব তহবিল থেকে পাঁচ হাজার টাকা স্কলারশিপ।
সামসুন বলেন, পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই অ্যাকাডেমিতে পড়াশোনা করেছি। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও
ভালোবাস,অ্যাকাডেমির নিয়মশৃঙ্খলা ও তার অধ্যবসায় এনে দিয়েছে এই সাফল্য। পরবর্তীতে ভালোভাবে পড়াশোনা করে এক গাইনোকোলজিস্ট চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *