পাকিস্তানের জঙ্গি সংগঠনের ৯ জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী, মানুষের মধ্যে জিলেপি বিতরণ করে মিষ্টিমুখ ও আতশবাজি ফাঠানো হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা–-গত মাসের ২২ শে এপ্রিল কাশ্মীরের পেহেল গাওয়ে বেছে বেছে নিরীহ জন মানুষদের হত্যা করে পাকিস্তানি জঙ্গিহানা হয়।তারই পরিপ্রেক্ষিতে বুধবার ভারতীয় সেনা দ্বারা অপারেশন সিঁদুরের নাম দিয়ে হয়।পাকিস্তানের জঙ্গি সংগঠনের ৯ জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী।সেই আনন্দে বুধবার সন্ধ্যায়,বিজেপি গাজোল মন্ডল ২ এর পক্ষ থেকে পথ গাজোল এলাকায় চলতি মানুষের মধ্যে জিলেপি বিতরণ করে মিষ্টিমুখ ও আতশবাজি ফাঠানো হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন গাজোল ২ মন্ডলের সাধারণ সম্পাদক মনোতোষ মন্ডল, সহ-সভাপতি সুধার্য বর্মন, যুব মোর্চার সভাপতি পরিমল রায়। সহ আরো অনেকে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *