আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুধু বর্ষাকাল নয়, ফাল্গুন মাসেও পাড় ভাঙছে মুজনাই নদী। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ওই চিত্র দেখা যাচ্ছে। শুক্রবার মধ্য দেওগাঁওয়ের বাসিন্দারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আবেদন করা সত্ত্বেও পাড়বাঁধ তৈরিতে পদক্ষেপ করা হচ্ছে না। তাঁরা জানান, এলাকার প্রায় ৫০ বিঘা জমি কয়েক বছরে মুজনাই নদীর পাড়ভাঙনে হারিয়ে গিয়েছে। ভিটে হারিয়েছে ১৫ টি পরিবার। অবশ্য আলিপুরদুয়ার জেলা পরিষদের স্থানীয় সদস্যা তনুশ্রী রায় জানান, বিষয়টি সেচ দপ্তরে জানানো হয়েছে। যুব তৃণমূলের দেওগাঁও উত্তরাংশের অঞ্চল সভাপতি এনামুল হকও একই বক্তব্য রাখেন।
শুধু বর্ষাকাল নয়, ফাল্গুন মাসেও পাড় ভাঙছে মুজনাই নদী।

Leave a Reply