নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — ভর দুপুরে আগুনে পুড়ে ছাই এক দিনমজুরের তিনটি ঘর সহ প্রায় দুই লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডটি ঘটেছে আজ,শুক্রবার দুপুর একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা বাজার এলাকায়। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে দিনমজুর সেখ বাবুল আলির তিনটি কাচা ঘর সহ বাড়িতে থাকা আসবাব,শস্য ও কাপড়চোপড় সহ নগদ দু’ লক্ষাধিক টাকা। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এ সময় বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিল না। সকলে নামাজ পড়তে গিয়ে ছিল।
বাড়িতে ছিল একমাত্র বাবুলের স্ত্রী। হটাৎ করে বাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান।
তাদের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস কি কেউ বলতে পারছে না।
আগুনে পুড়ে ছাই এক দিনমজুরের তিনটি ঘর, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছে পরিবারটি।

Leave a Reply