শুক্রবার বালুরঘাট শহরের নানা প্রান্তে মূর্তি ও প্রতিকৃতিতে মাল্য অর্পণ, কবিতাপাঠ, রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যে ভরে উঠল পরিবেশ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাটে রবীন্দ্রজয়ন্তীতে কবিময় শহর। বালুরঘাটে শ্রদ্ধা, সুর ও ছন্দে উদযাপিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী। শুক্রবার শহরের নানা প্রান্তে মূর্তি ও প্রতিকৃতিতে মাল্য অর্পণ, কবিতাপাঠ, রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যে ভরে উঠল পরিবেশ। রবীন্দ্র ভবনে জেলা প্রশাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমডিসি অমরত্ব দেবনাথ, পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও ডিআইসিও শুভায়ন হক। মঞ্চে মন ছুঁয়ে গেল গান, আবৃত্তি আর নৃত্যে। এদিন পৌরসভা প্রাঙ্গণের রবীন্দ্র মূর্তিতেও শ্রদ্ধা জানালেন পৌরকর্তারা ও বাসিন্দারা। পাশাপাশি, বিজেপিও মাল্যদান ও পুষ্পার্ঘ্যে স্মরণ করল কবিকে জেলা প্রশাসনিক ভবনের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *