নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : ভারতীয় সেনাবাহিনী মঙ্গল কামনায় যজ্ঞ ও পুজো করা হল আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জ কালিমন্দিরে। শুক্রবার বিজেপি বিধায়ক বিশাল লামার উপস্থিততে হ্যামিলটনগঞ্জ কালিমন্দিরে যজ্ঞ করা হয় সেনবাহিনী মঙ্গল কামনায়।
এদিনের যঞ্জ অনুষ্ঠানে এলাকার অনেক বাসিন্দা অংশগ্রহণ করেন।
হ্যামিলটনগঞ্জ কালিমন্দিরে যজ্ঞ করা হয় সেনবাহিনী মঙ্গল কামনায়।

Leave a Reply