নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বরে শাসকদল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূলের দুই জন সক্রিয় কর্মী ও ৮ টি পরিবার যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার সন্ধ্যায় প্রথমে বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডল দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ১৩/১৪০ পাটের তৃণমূলের দুই জন সক্রিয় কর্মী বিজেপিতে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলেন দেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তারপর ১৩/১৪২ নম্বর পার্টে ৮ টি পরিবারের সদস্যরা তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। শুক্রবার সন্ধ্যায় বিজেপির ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা বিধায়ক দীপক বর্মন, বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডল সভাপতি ফনিভুষন রায় ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, ফালাকাটা ৪ নম্বর মন্ডল সম্পাদক অর্ণব ঘোষ সহ সহ অন্যান্য নেতৃত্ব।যদিও বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সমরেশ পাল বলেন, যারা গিয়েছে তারা সাধারণ ভোটার। এরা দলের সক্রিয় কর্মী নয়। এছাড়া তাঁদের জন্য দলে প্রভাব পরবে না।
তৃণমূলের দুই জন সক্রিয় কর্মীর বিজেপিতে যোগদান, নবাগতদের হাতে দলীয় পতাকা তুলেন দেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।

Leave a Reply