ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা, ১১ মে :- ভারতীয় সেনাবাহিনী যেভাবে প্রতিনিয়ত দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তাদের লড়াইকে সন্মান এবং পেহেলগাঁও এ জঙ্গীদের গুলিতে নিহত পর্যটকদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মা দিবস উদযাপন হল ধূপগুড়িতে। মায়ের পা ধুয়ে দিয়ে মিষ্টি মুখের মধ্য দিয়ে ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মা দিবস। প্রধান শিক্ষক জয় বসাক বলেন, মা আমাদের জীবনের ভিত্তি। এদিন অনুষ্ঠান অন্যান্য বছরের থেকে একটু আলাদা করা হল। প্রথমে ভারতীয় সেনাবাহিনীর মায়েদের শ্রদ্ধা জানানো হয়। মায়েদের আত্মত্যাগ ও ভালোবাসাই আমাদের পথ চলার অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আমরা সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।এদিনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বীজ বপন করবে। তিনি আরও উল্লেখ করেন, শুধু একটি নির্দিষ্ট দিনে নয়, প্রতিদিন আমাদের মায়েদের প্রতি যত্নশীল হওয়া উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রী অভিভাবক সকলেই।
মায়ের পা ধুয়ে দিয়ে মিষ্টি মুখের মধ্য দিয়ে ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মা দিবস।

Leave a Reply