পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রীষ্মের তিব্র দাবদাহে অতিষ্ঠ পথচলতি সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের পাশে দাঁড়াল মেদিনীপুর শহর যুব তৃণমূল কংগ্রেস।এইদিন মেদিনীপুর শহরের ওল্ড এল আইসি মোড়ে বিদ্যাসাগর স্ট্যাচুর সামনে আইএনটিটিইউসির কার্যালয়ের বাইরে জলছত্র এর আয়োজন করলো যুব তৃণমূলের কর্মীরা। এই দিন পথচলতি মানুষের হাতে কাঁচা ছোলা বাতাসা সহ ওয়ারেশ ও ঠান্ডা শরবত দেওয়া হয়। জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগে হয় এই কর্মসূচি। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার উপ পৌরমাতা অনিমা সাহা কাউন্সিলর সুসময় মুখার্জি জয়ন্ত মাইতি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক প্রদ্যত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তৃণমূলের এটা আদর্শ যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সেইমতো প্রখর গ্রীষ্মে প্রতিবছর এই জলছত্র হয়ে থাকে এবং এই জলছত্র জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে এবং চলবে বলেই জানান তৃণমূলের যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী।
মেদিনীপুর শহরের ওল্ড এল আইসি মোড়ে বিদ্যাসাগর স্ট্যাচুর সামনে আইএনটিটিইউসির কার্যালয়ের বাইরে জলছত্র এর আয়োজন করলো যুব তৃণমূলের কর্মীরা।

Leave a Reply