পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ –গ্রীষ্মের এই প্রখর রৌদ্রে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যেসব সিভিক ভলেন্টিয়ার এবং হোম গার্ড কাজ করছে,এবার তাদের কথা মাথায় রেখে এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, বুধবার আনুষ্ঠানিকভাবে সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক পুলিশ সহ হোমগার্ডদের প্রয়োজনীয় কিড প্রদান করলো জেলা পুলিশ, যার মধ্যে রয়েছে জলের বোতল, ওয়ারেশ, ছাতা, ও অত্যাধুনিক হেলমেট যাতে পাখা লাগানো রয়েছে, এদিন জেলা পুলিশ সুপার জানিয়েছেন প্রত্যেক বছর গ্রীষ্মকালে এইরকম কর্মসূচি গ্রহণ করা হয় জেলা পুলিশের তরফ থেকে।
গ্রীষ্মের এই প্রখর রৌদ্রে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যেসব সিভিক ভলেন্টিয়ার এবং হোম গার্ড কাজ করছে তাদের বিভিন্ন সামগ্রী প্রদান।

Leave a Reply