নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে রতুয়ার বালুপুর এলাকায় পথ নিরাপত্তা বিষয়ক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতুয়া থানার আইসি মানবেন্দ্র সাহা, মালদা জেলার ট্রাফিক আই সি ধনঞ্জয় সরকার সহ ট্রাফিক এএসআই রঞ্জিত মন্ডল ও সিভিক ভলেন্টিয়ার। ট্রাফিক আই সি ধনঞ্জয় সরকার বলেন মোটর বাইক চালানোর সময় মাথায় অবশ্যই হেলমেট পড়তে হবে, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, চারচাকা গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট লাগানো আবশ্যক। কিন্তু সাধারণ মানুষ এগুলো মানতে নারাজ। গাড়ি চালকদের এই বিষয়গুলি সম্পর্কে নতুন করে সচেতন করছে ট্রাফিক পুলিশ। তিনি আরো বলেন দুর্ঘটনা এড়াতে মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসন সব সময় তৎপর। মোটর বাইক চালানোর সময় হেলমেট অবশ্যই পড়তে হবে মোবাইল না দেখে গাড়ি চালানোর সময়। দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন মানুষকে সচেতন করেই যাচ্ছে। যারা সচেতন হচ্ছে না এখন তো ফাইন করা হচ্ছে এর মাধ্যমে মানুষ কিছুটা সচেতন হবে। মানুষকে সচেতন করতে পথ চলতি মোটর বাইক চালকদের হেলমেট প্রদান করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
রতুয়ার বালুপুর এলাকায় পথ নিরাপত্তা বিষয়ক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Leave a Reply