দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ঈদ উল আযহা উপলক্ষে চন্ডিপুর ইবনে নাফিস আল ফালাহ একাডেমি এলাকায় শিকড়ে টানে আমরা তুলই নদীর তীরে প্রবীণ ও নবীনের মেল বন্ধন ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা যাপন করা হল রবিবার দিন সন্ধ্যায়।
এই কর্মসূচিতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বেস আন নূর মডেল স্কুল এর কর্ণধার, খাদেমুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, তাপস রায়,আব্দুল মাতিন ওয়াসিম, সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন চন্ডিপুর ইবনে নাফিস আল-ফালাহ্ অ্যাকাডেমীর আটজন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা যাপন করা হয়। এছাড়াও শ্রী তরুণ কুমার মজুমদার, মনিরুদ্দিন মিঞা এবং ডক্টর সহিরুদ্দিন আহমেদকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়।
Leave a Reply