শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শিলিগুড়ি,শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকার একটি ব্যস্ত বাজারে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এখনও পর্যন্ত প্রায় দশটি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন হঠাৎ আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যেই বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। পাশাপাশি ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।দমকল কর্মীদের নিরলস প্রচেষ্টায় কিছু সময় পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের একাংশ পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের স্পার্ক থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে, এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল ইলেকট্রনিক্স, গার্মেন্টস ও খাবারের দোকান।অগ্নিকাণ্ডের এই ঘটনায় আবারও সামনে এল বাজার এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থার অভাব। প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন হঠাৎ আগুন লাগে, মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে।

Leave a Reply