বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারি কর্মীর মর্যাদা দেওয়া, বেতন বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর ঠিক করা, বৈদ্যুতিক সংযোগ দেওয়া সহ মোট ১২ দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা ও কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন বালুরঘাটে। এদিন সারা বাংলা অঙ্গনওয়াড়ী ও সহায়িকা কর্মী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে মিছিল করে এসে শতাধিক অঙ্গনওয়াড়ী সহায়িকা ও কর্মীরা জমায়েত হন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে। পরে তারা জেলা প্রকল্প আধিকারিকের হাতে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।
সমিতির তরফে জানানো হয়েছে, পুরনো আইসিডিএস ভবনগুলির ভগ্ন দশার মেরামতি করতে হবে। কেন্দ্রগুলিতে বিদ্যুৎ সংযোগের অভাব রয়েছে। পাশাপাশি, মা ও শিশুদের কেওয়াইসি করতে হলে তার জন্য সময় দিতে হবে। এমনই একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মীরা।
সারা বাংলা অঙ্গনওয়াড়ী ও সহায়িকা কর্মী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে মিছিল ডেপুটেশন বিভিন্ন দাবীকে সামনে রেখে।

Leave a Reply