গোয়ালপোখর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির সাথে আঁতাত রয়েছে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের। তাই গোয়ালপোখর করণদিঘি বা ইসলামপুর বিধানসভায় দেখলেই তাকে তাড়িয়ে দেওয়ার নিদান রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরে বিধায়ক গোলাম রব্বানীর। রবিবার গোয়ালপোখরের ধরমপুরে একটি কর্মসূচি থেকে এমনি মন্তব্য করেন মন্ত্রী গোলাম রব্বানি। মন্ত্রী গোলাম রব্বানীর আরও অভিযোগ লোকসভা নির্বাচনে কিউ আর কোড মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে প্রতারণা করেছে বলে অভিযোগ। মন্ত্রীর দাবি কিউ আর কোড এর মাধ্যমে টাকা আদায়ের জন্য স্কুল কলেজ বা অন্যান্য কাজে ব্যবহার করা হতো। কিন্তু এই প্রথমবার দেশে নির্বাচন লড়ার জন্য কিউ আর কোডের মাধ্যমে কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে আদায় করেছে বলে অভিযোগ। এবং সাধারণ মানুষের সাথে ছলনা করে বিজেপিকে সহযোগিতা করে জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের বিরুদ্ধে। রবিবার গোয়ালপোখরের ধরমপুর এলাকায় একুশে জুলাই তৃণমূলের প্রচার থেকে এমনই মন্তব্য করতে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে।
অন্যদিকে রাজ্যের মন্ত্রীর গোলাম রব্বানির এমন ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে দাবি ভিক্টরের।
নির্বাচনের সময় কংগ্রেসের সমস্ত একাউন্ট বন্ধ করে দিয়েছিল। তাই মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া জন্য কিউ আর কোর্ড ব্যবহার করা হয়েছে। জনগণ সেই কিউ আর কোর্ডের মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছে। পাশাপাশি তৃণমূল ও বিজেপির মধ্যে আঁতাত রয়েছে। আমার সঙ্গে নয় দাবি প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের।
Leave a Reply