শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- এসজেডএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গার। পরিদর্শনের শুরুতেই তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনাগুলিকে সামনে রেখে একাধিক বিষয়ে আলোচনা করেন।বিশেষত শহরে দিন দিন বাড়তে থাকা ট্র্যাফিক জ্যামের কার্যকর সমাধান, পতিরাম জোত থেকে মাটিগাড়া বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন, বিধাননগরে প্রস্তাবিত আনারস হাব এবং উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন হাব তৈরির পরিকল্পনা—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেন তিনি।
ট্যুরিস্ট হাব ও সমন্বিত পরিকল্পনার কথা
চেয়ারম্যান দিলীপ দুগ্গার জানান, উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ট্যুরিস্ট হাব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।তিনি এও বলেন, এইসব প্রকল্প বাস্তবায়নের জন্য বিভাগীয় সমন্বয় ও সুনির্দিষ্ট পরিকল্পনা অত্যন্ত জরুরি। শহরের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সব দফতরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।উপস্থিত ছিলেন শীর্ষ কর্তারা
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন,অরুণ ঘোষ, সভাধিপতি, শিলিগুড়ি মহকুমা পরিষদ,রোমা রেশমি এক্কা, সহকারী সভাধিপতি,একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা ও প্রকৌশল আধিকারিকএই বৈঠক ঘিরে শিলিগুড়ির পরিকাঠামো উন্নয়ন ও পরিকল্পিত শহরায়নের আশা নতুন করে উজ্জীবিত হয়েছে বলে মনে করছেন প্রশাসনিক মহল।
রাস্তা উন্নয়ন, বিধাননগরে প্রস্তাবিত আনারস হাব এবং উত্তরবঙ্গকে কেন্দ্র করে একটি সমন্বিত পর্যটন হাব তৈরির পরিকল্পনা—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেন দিলীপ দুগ্গার।

Leave a Reply