সমাজসেবী সরকার মান্ডির উদ্যোগে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ হাতে মিছিলে আদিবাসী সম্প্রদায়।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ১৯ জুলাইঃ সমাজসেবী সরকার মান্ডির উদ্যোগে ঘোষ ট্রাইবাল কল্যাণ সোসাইটির ব্যবস্থাপনায় অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। মেমারি থানার ঘোষ ফুটবল মাঠ সহ এলাকায় দুই শতাধিক বৃক্ষ চারা রোপণ করা হয়। এই কর্মসূচিতে বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ও সোরোপটিমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব অফ বর্ধমান এর মহিলা সংগঠন এবং গাছ গ্রুপ সহযোগিতা করেন বৃক্ষ চারা ও আর্থিক সহায়তা প্রদান করে। উপস্থিত ছিলেন প্রাক্তন মহিলা মানবাধিকার কমিশনার শিখা আদিত্য, সোরোপটিমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাবের প্রেসিডেন্ট মিতালী সেন, বর্ধমান অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারী রীণা দাস, কোষাধ্যক্ষ সচিন্দ্রাণী ঘোষ সহ দুই সংস্থার সদস্যবৃন্দ, পশ্চিমবঙ্গ সরকারের নবান্নের খাদ্য দপ্তরের অফিসার পিনাকী ঘোষ, খয়েরপুর দুরসীমানা গ্রামের সমাজসেবক তথা মারাংবুরু আরোগ্য নিকেতনের সরকার মান্ডি, চিকিৎসক মানস ভট্টাচার্য্য, আহমেদ মন্ডল, স্বপন চৌধুরী, ফিজিওথেরাপিস্ট সুহানা খাতুন সহ ঘোষ ট্রাইবাল কল্যাণ সোসাইটির সকল সদস্যবৃন্দ। এদিন সবচেয়ে বড় আকর্ষণ ছিল আদিবাসী সমাজের মহিলা পুরুষ নির্বিশেষে দলবদ্ধভাবে গাছ নিয়ে মিছিল করে গিয়ে বৃক্ষ রোপণের দৃশ্য। এই কর্মসূচিতে বার্তা দেওয়া হয় একটি গাছ একটি প্রাণ নয়, সহস্র জীবকে বেঁচে থাকতে সাহায্য করে, সেই গাছ লাগিয়ে গাছের যত্ন নিয়ে বড় করার দায়িত্ব নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *